প্রিয়ার বিরহ প্রাণ পুড়ে শেষ
যৌবন-জ‌্যোতি, সকল রাগ;
বিদায়ের কালে পিরিতিসোহাগে
বাড়াবো কতো প্রেমঅনুরাগ!


পারের সময় হয়ে এলো বুঝি
হাট ভেঙে তাই এলাম ঘাটে,
দয়া করে তুমি নাও তুলে পাড়ে
করুণার রসে তোমার বাটে।


বেহিসেবী আমি সমস্ত কড়ি
খোয়ায়ে ফেলেছি এই বাজারে,
পরমপ্রিয়তি! তুলে নাও কোলে
কৃপার আঁচলে তোমার ধারে।


আমি যদি পুড়ে ছাই হয়ে যাই
বিরহ-যাতন অগ্নিতাপে
কি হবে তখন বরিষণ দিয়ে
জীবন যদি কাটে সন্তাপে!


০৮/০৩/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।