.       তন্ন তন্ন করে খুঁজি তোমাকে প্রিয়তি।
        দয়া করে দেখা দিলে কি এমন ক্ষতি?
তোমার মহিমা ঝরে             এই বিশ্ব চরাচরে
        মাধুরীময় সুরের লহরি ছড়ায়,
        বসন্তের গন্ধ যেন তাতে উছলায়।


        কতো মনোরম তুমি প্রাণমুগ্ধকরা,
        সমুজ্জ্বল ঝলমল অতি মনোহরা!
কুসুম সৌরভে নিত‌্য             বিমোহিত মম চিত্ত
        নীরবে রহিছো তুমি ভূতলে অতুল,
        তোমার পরশে হবে শান্ত মর্মমূল।


        সংসার তরঙ্গমালা দুঃখ বয়ে আনে,
        তুমি তখনি শোনাও সুরময় গানে-
এই জীবনের তীরে             ভালোবাসার মন্দিরে
        শিল্পীর মহিমায় যে অনুরাগী সুর
        আনো; তার স্পর্শে হাঁটি দূর থেকে দূর।


        প্রিয়তি! তোমার দরবারে তুলি হাত,
        আলোময় করো জীবনের কালো রাত।
করুণা-মমতা রাশি             বিলাও, হে সর্বনাশী!
        তোমার পিরিতি যেন মরিচিকা প্রায়,
        আশাহত অগ্নিতাপে হৃদয় পোড়ায়।


মিরপুর, ঢাকা
২৮/০৬/২০১৮