ভাঙনের গল্পে মেতেছে পৃথিবী;
নদী-সরোবর নিত্য একাকার
মানুষের লোহিত লোহিত কণায়- রক্তের ধায়ায়।
ভালোবাসা আর ঘৃণা, পাশাপাশি চলে কি না,
অদ্ভুত পরীক্ষা চলছে তাবৎ দুনিয়ায়।
আত্মঘাতী মৃত্যুর নাটক অহরহ দেখি-
এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকায়,
তুচ্ছ ঘটনার স্বার্থান্ধের মোহে।
প্রতিদিন ডুবে যায় আমাদের আশার তরণী,
জীবনের তীব্র স্রোতের ধারায় ভেসে যায়
আনন্দের ক্ষণ- প্রেম, ভালোবাসা, বাঁচার তাগিদ।
এর মাঝে সৃষ্টি  করে যাই, প্রতিদিন, প্রতিক্ষণ
জলতরঙ্গে ডুবন্ত মানুষের মতো;
জীর্ণ খড়কুটো- খানিক বিশ্বাস-
যার নাম ভালোবাসা!
যার নাম অতুল রাগিণী প্রেম!!
যার নাম বাঁচার তাগিদ!!!


হে, বন্ধু আমার!
এসো, আজ ফুল ফোটাই পৃথিবীর জলে,
আকাশে-বাতাসে, মানুষের সমাবেশে।
পৃথিবীর দুষিত বাতাস নির্মল করার প্রত্যয়ে এসো,
মাঙ্গলিক আহবানে চিৎকার করে বলি-
আমরা হবো সদানন্দ পুষ্পচাষী
এই মরুময় জীবনের চরম রুক্ষতায়;
আমরা রবো ফুলের ছায়ায় অনিন্দিতার পরম সুখে।


১৯/১০/২০১৭
আমিনবাজার,  সাভার,