ঝন ঝন ঝন বাজছে রণভেরি,
খাপখোলা ঐ তরবারি কি শক্ত?
একবার যদি খাপ খোলে তরবারি,
যায় না খাপে, পান না করে রক্ত।


ক্ষমতা যে রক্ত নিয়ে খেলা,
সে-ই খেলাতে মরে সাধারণে;
কথার যুদ্ধ চলছে এখন ম্যালা,
রক্ত হোলি চলবে যথাক্ষণে।


জনগণের প্রতি যাদের মায়া,
রাজনীতিতে থামান রক্তপাত;
বাংলাদেশে দেখছি কালো ছায়া,
চারিদিকে ক্ষমতার সংঘাত।


আমজনতা চায় যে দুটো ভাত,
মোটা কাপড়, একটু বাঁচার স্বস্তি;
চায় না তারা রাজনীতির সংঘাত,
শুধুই যে চায় নির্ঝঞ্ঝাট বস্তি।


০৩/০২/২০১৮
মিরপুর, ঢাকা।