একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে,
অহংবোধের অহমিকা রাখি তোমার ধারে।
বিশ্বজয়ীর শিষ্য আমি, বিপুল যাহার সুর,
নাচায় পাহাড়-সাগর-মরু অনন্ত বিধুর।
আমার সকল ভালোবাসা পুষ্পকোরক করে,
অঞ্জলি দেই মহাপ্রাণে সরস-ভক্তি ভরে।
বিশ্বজনীন আলোর প্রভা জ্বাললো গীতাঞ্জলি,
প্রণয়াকুল হৃদয় আমার সেই নামে হয় বলী।


রবীন্দ্রনাথ রবির আলোয় ভাসায় মর্ত্যভূমি,
আজো সকল বাঙালিগণ যাচ্ছে তাঁরে চুমি।
মহাকবির কবি তিনি, প্রেম যে ধনন্তরী,
তাঁর নামেতে আমরা নিতুই যাচ্ছি গর্ব করি।
বিশ্বকে সে জানিয়ে গেলো, তিনিই মহান কবি,
প্রেমে-গানে, শব্দকলায় এঁকে নতুন ছবি।


২০/০৭/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।