রঙ্গ খেলা ভঙ্গ করে ছেড়ে সঙ্গী অমলিন
সুদূর দেশে যাবেই চলে রইবে সেথা চিরদিন।
এ কানুনের রদ হবে না সময় যতোই যাক বয়ে,
ধনী-গরীব, জ্ঞানী-গুণী বিদ্বজ্জন যায় কয়ে।
অর্থকড়ি, শক্তি যতো থাক না গায়ে সাহসের,
সবাই জেনো, সত্যি আছে সেরের উপর সোয়া সের!
ডাক দিলে সে-ই শক্তিধরে থাকতে কেহ পারবে না,
সময় হলেই নিবেন তুলে কাউকে তিনি ছাড়বে না।
এক নিমেষে শেষ হবে যে জারিজুরি সব তোমার,
অর্থকড়ির বাহাদুরি, শক্তি যতোই ক্ষমতার।


২৬/০৭/২০২২
মিরপুর, ঢাকা