তোমার মনে চলছে এখন বৃষ্টিরোদের খেলা,
যাচ্ছো চলে আকাশগাঙে ভাসিয়ে মেঘের ভেলা।
শুভ্রবসন আভিজাত্য সারা দেহে ভাসে,
সাদা মনের বিমলতায় কাশফুলেরা হাসে।
প্রকৃতি আজ রঙিন হলো আলোর ছোঁয়া পেয়ে,
ভোরের দোয়েল শিষ দিয়ে যায় তোমার স্তুতি গেয়ে।
রোদ-গরমের ছোঁয়ায় জাগে আলোছায়ার হাসি,
শরতকালের পরশ পেয়ে তোমায় ভালোবাসি।


শিশিরভেজা শিউলি ফুলের স্নিগ্ধ কোমল গন্ধ,
ছড়িয়ে পড়ে চতুর্দিকে; আহা, কী আনন্দ!
ছন্দতালে নৌকা দোলে ঢেউয়ের দোলায় দোলায়,
আকাশ-নদী এক হয়ে যায় শুভ্রমেঘের খেলায়।
সবুজ-শ্যামল বাংলা আমার শরতের সুন্দরী,
রূপ দেখে প্রাণ আকুলবিকুল; আহা, মরি মরি!


১৮/১০/২০১৭
আমিনবাজার, সাভার, ঢাকা।