মানবতাবোধ জাগ্রত হোক আমাদের মাঝে নিতি,
মানুষে মানুষে ছড়িয়ে পড়ুক ভালোবাসা-প্রেম-প্রীতি।
একের কষ্ট, দুঃখ-বেদনা রহিত করার তরে,
সহযোগীতার হৃদয় বাড়াবো আমরা পরস্পরে।
মানুষজীবন অতি সাধারণ! এই আছে, এই নাই,
ঠুনকো পরান পেয়ে তুমি কেন করো এতোটা বড়াই!
পৃথিবীতে যতো বিদ্বজ্জন, জ্ঞানী মানুষেরা এলো,
কর্মের শেষে পাততাড়ি তুলে তাঁরা সব চলে গেলো।
রাজা-বাদশাহ, উজির-আমির, ধন্যঢ্য লোক যত,
নেই কেউ আজ, তারাও গিয়েছে, সকলে হয়েছে গত।
আমি, তুমি আর সে-ও যাবে সরে রইবে না কেউ ভবে,
কিসের জন্য এতো অহমিকা, উল্লম্ফন তবে?
আতরাফ কিবা আশরাফ হও, সাড়ে তিন হাত মাটি
মূল্যবিহীন পেয়ে যাবে; হবে তোমার বসতবাটি!


১৬/০৮/২০২২
মিরপুর, ঢাকা।