'ছড়া লিখো, ছড়া লিখো' বলে যায় ছড়াকার,
শব্দের ঘুর্ণিতে যায় নাকো ধরা তার।
বিদঘুঁটে কবিতায় কত কথা বলা যায়!
ছন্দের দ্বন্দ্বেতে নন্দেরা কলা খায়।
ভাবনার ছলনাতে ভেসে যায় ছন্দটা,
জোর করে হেসে যাই, কেটে যায় মন্দটা।


ছড়া নাকি শিশুদের শিশুগণই পড়বে,
বুড়ো শিশু ছড়াকার ছড়া শুধু গড়বে।
বুড়ো হয়ে শিশু হওয়া নয় তো রে সোজা কাজ,
বয়সটা বেড়ে গিয়ে জীবনের বোঝা আজ।
শিশুদের কথাগুলো বুঝি নাতো সহজে,
'ছড়া লিখো, ছড়া লিখো' কেনোবা তা' কহ যে?


মনটাকে শিশু করো- শিশুদের অন্তর,
জেনে নাও ছন্দ ও শব্দের মন্তর।
ছন্দের কৌশলে শব্দেরা নাচবেই,
শিশুতোষ ছড়াকার হয়ে তুমি বাঁচবেই।
আমি যে তা' পারি নাই, তোমরা তা করো তাই,
কবি তুমি শিশুতোষ ছড়া লেখা ধরো ভাই।


২৭/০১/২০১৮
মিরপুর, ঢাকা।