শব্দ ভেসে যায় আকাশে-বাতাসে, মানুষের কণ্ঠে-
অগণিত শব্দ; গভীর ভাবের অগভীর শব্দ।
তীব্র প্রয়োজনে- জাতীয় জীবনে গভীর সঙ্কটে,
বেদনার্তদের যন্ত্রণার ভাবে শব্দ তড়পায়।
সুরের ঝংকারে শব্দের মাধুরী জগৎপ্লাবিত,
চিত্রকলা ভাসে শব্দের অক্ষরে ভণিতাবিহীন;
প্রেমে-দ্রোহে-যুদ্ধে, প্রাপ্তির আনন্দে ভাবের প্রকাশে
কালজয়ী কবিতায় কবিতায় শব্দ জেগে উঠে।


সে সব শব্দের সহযাত্রী আমি, হাঁটি নিরন্তর;
অপ্রতুল ভাবে শব্দে শব্দে আঁকি কাব্যের সুন্দরী,
দিবসে নিশিতে; শব্দের অর্ণবে করি জলকেলি।
শব্দ আজ নারী, শব্দ আজ প্রেম, শব্দ সহচরী,
শব্দকারুতায় ভীরুতা হটিয়ে প্রবল উচ্ছ্বাসে
শব্দের লহরি আনি কবিতায়, সত্যের প্রত্যয়ে।


০৩/১১/২০১৭
মিরপুর, ঢাকা।