শ্রমিকের বউগুলো কাঠখোট্টা, কাচুলিবিহীন;
আহামরি রূপ ধরে না শরীরে, ধূসর নয়ন।
কর্মক্লান্ত শ্রমিকেরা ঘরে ফিরে, বসন মলিন;
একটু শান্তির ভালোবাসা চায়। নেই প্রসাধন,
বিলোল-ভূষণ চাকচিক্যময়। আভরণ শুধু
আবরণহীন কাচাসোনা দেহ শ্রমিকের তরে।
দিবসের ক্লান্তি চুম্বনের তোড়ে শুষে নেয় মধু,
খুঁজে নেয় সুখ; প্রণয়িনী-বুকে ভালোবাসা ঝরে।


শ্রমিক-পেশীতে বিদ্যুৎপ্রবাহ, দৃপ্ত অহমিকা!
কলের বিশাল চাকাগুলো ঘোরে শ্রমিকের তেজে;
আকাশ ছোঁয়ার স্পর্ধায় সৃষ্টি যে সব অট্টালিকা,
সোনাঝরা মাঠ, পথ, সেতু, শ্রমিকের ঘামে ভেজে।
অস্থির নদীকে মোক্ষপথে রাখে শ্রমিক-কামিনী,
জগতের মাঝে পতিতপাবনী সে; বজ্রদায়িনী।


১৮ বৈশাখ, ১৪২৪
মে দিবস, ২০১৭
মিরপুর, ঢাকা।