যদি ভাবনার মূলে শুদ্ধসত্ত্ব পরিমার্জিত, উজ্জ্বল হয়-
এ মানব জীবনের তমসারহিতে পরমসত্যের খোঁজে
                        চৈতন্যের পথে নিয়োজিত রয়।
জড়ীয় ও মায়িক ইন্দ্রিয়গুলো ভোগোন্মুখ করে না সে আর;
পরমপুরুষে ভক্তিরসে নিত্য প্রকাশে অবিচল;
              আপনাকে রাখে মোহমুগ্ধতার থেকে নির্বিকার।
ভক্তিযোগের প্রভাবে যদি বিষয়াবিষ্ট অশুদ্ধ মন সমাহিত হয়;
জড়ভোক্তা এই মানুষ হৃদয়
        সর্বশক্তিমান আল্লাহর জ‌্যোতিতে উজ্জ্বল হবেই নিশ্চয়।


কামুকীয়া হৃদয়ের তরঙ্গায়িত মায়াশক্তিকে
এবার হে মন, পরিত্যাগ করো শুদ্ধচেতন রসের প্রভাবে।
ইন্দ্রিয়ত্যগী মৃন্ময়ী প্রাণ শুদ্ধ হয়ে
             চিন্ময়ীর অনিন্দ্য গভীর আকর্ষণে গীত গাবে।
সেই সব গান বৈষ্ণবের;
সেই গান প্রেমময় ঈশ্বরের প্রতি অনুরক্ত সরস ভক্তির,
সেই সব গান ভজনার;
      সেই গান বাউলের আত্মবিধ্বংসীচেতন ঐক্যের, শক্তির।
বারবার গেয়ে যাই সেই গান- আমি তাঁর, সে আমার;
আমার ভেতরে তাঁর নিত্য বসবাস;
            আমি তাঁর সাথে মিলেমিশে রই,
                                           হয়ে একাকার!


২১/০৩/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।