দোহাই আপনার,
কবিতাকে আর বলৎকার করবেন না!
কবিতা নারীর মতোন সোহাগ প্রিয়, বড় নমনীয়;
সুন্দরী নারী সে- বিদগ্ধ রমণী, অতীব সুন্দর!
তাই, কবিতারা আজন্ম লালিত প্রেমিকার মতো.
                চিরসুন্দরী মায়ের মত মনমুগ্ধকর।
কোন সুন্দরীকে যদি সাজাও অলঙ্কারে,
প্রসাধনে, ভালোবাসা দিয়ে পরিপাটি করে;
সে আরো আকর্ষণীয় হয়ে উঠে।
কবিতারা হৃদয়গ্রাহী হয়ে উঠে ভাবের বিন্যাসে,
উপমায়, ছন্দের কারুতায়, শব্দের ঝংকারে।


যুদ্ধ বিধ্বস্ত মাঠে বীরাঙ্গনার মতো কবিতা চাই,
জলসাঘরে নেচে উঠা ছন্দময় নর্তকীর মতো কবিতা চাই,
রাজনীতির ময়দানে স্ফুলিঙ্গ ছড়ানো, ভয়ত্রাতা,
                    তেজদীপ্ত পেশিময় বলিষ্ঠ কবিতা চাই,
নদীর মতোন প্রবাহমান জলোস্বরের শব্দের কবিতা চাই,
বিস্তৃত শ্যামল ফসলের মাঠে কৃষকের হাসি-
        পোয়াতি ধানের ক্ষেতে ঢেউ খেলানো কবিতা চাই,
স্বপ্নময় রমণীয় রমণীর মতোন কবিতা
        তুলে আনো কবি তোমার বিশ্বস্ত ভালোবাসা দিয়ে।


২৫/০৩/২০১৮
মিরপুর, ঢাকা।