সংসার সুখের হয় রমণীর গুণে,
শুদ্ধমতি পতিধন থাকে যদি সনে।
ভালোবাসা পেতে হলে মানুষ জীবনে-
আনন্দস্বরূপ প্রেম সৃষ্টি করো মনে।
দুঃখ-সুখ ভাগ করে নাও পরস্পর,
তবে, হবে প্রতিরাত- প্রথম বাসর!
রমণীর গুণে সুখ- সংসার জীবনে;
সে কথা এখন আর রাখিও না মনে।


শরতের নায়িকারা উপন্যাসে থাকে,
বাস্তবে ত্যাগ-মহিমা বহুদূরে রাখে।
ত্যাগময় নারী চাই কায়মনোপ্রাণে,
নারীরা তেমনি চায়, পুরুষে কি জানে?
নৈরাশ্যের সূর্যাস্তের জ্বলন্ত আগুনে,
সংসারের সুখ, রম-রমণীর গুণে।


০৬/০১/২০১৮
মিরপুর, ঢাকা।