কবিতাচয়ন হোক সুন্দরের প্রতিচ্ছবি- হৃদয়ে লালন করে;
কুৎসিত, অসুন্দর ঘৃণা করে, করে অবহেলা।
সুন্দর কি?
যুগেযুগে এ প্রশ্ন জেগেছে কবিদের মনে,
কবিদের চেতনায়; শুদ্ধতার প্রশ্নে আপোষহীনতায়।
বাস্তবতা অবহেলা করে, কল্পনার কথাচিত্রে
শব্দের চয়ন সুন্দর বলি কি করে?


কবিতা যে ইতিহাস- তীক্ষ্ণ, মজবুত, সত্য।
ইতিহাস যেখানে হারিয়ে যায়,
অথবা পুঙ্গব শাসকের দল বিকৃত করে।
শত শত বছরের পরে সত্যনিষ্ঠ ইতিহাসবিদ
তথ্য কণিকা খুঁজে নেয় কবিতার দেহ খুঁড়ে।


সত্যই সুন্দর- সুন্দরতা কবিতার ভালোবাসা।
জেনে রেখো কবি, যদিও সত্য নির্মম!
মায়ানমারের রোহিঙ্গারা ত্রস্ত জীবনের ভয়ে,
অনিশ্চিত অন্ধকারে হাঁটছে দীঘল পথ,
জান্তা এবং জান্তাদের দোসরেরা
ধর্ষিতার স্তন দিয়ে ফুটবল খেলে,
তাঁর ক্ষতবিক্ষত যোনিতে বেয়োনেটের ধার পরীক্ষা করে,
আগুনের তাপে ঝলসায় জীবন্ত মানুষ!
শিশুরাও পায় না রেহাই যোনিজাত পশুদের থেকে।


কবি! এবার সত্যকে লেখনী-মুকুরে তুলে ধরো,
তুলে আনো বলিষ্ঠ ঝংকারে।
সত্য যে সুন্দর!
সুন্দর, কঠোর কঠিন, হে কবি।