আপনাতে তুমি বিভোর ছিলে আপনার মাঝে একা,
'হু' 'হু' শব্দে আকাশ পাতাল কেঁপে যেতো থর থর,
একাকীত্বের উল্লাস থেকে খসে পড়ে কিছু লালা!
তাতেই তোমার প্রতিবিম্ব ভেসে উঠে মহিমায়।
বিমূর্ত ক্ষণের চেতনায় জাগে সৃষ্টির ঘোর নেশা,
আপনার রূপে সাজালে জগত আপনি বিশ্ব-স্বামী,
দাসানুদাস নগণ্য প্রাণ, কতোটুকু বুঝি আমি!
অমিয় রূপের মহিমা নিয়ে জাগিছো বিশ্বলোকে।
আপনার মাঝে ছড়িয়ে দাও অনন্ত রূপ-বিভা,
নিজেই নিজের প্রভু হও তুমি, নিজেই নিজের দাসী।


তোমার শক্তি, তোমার প্রজ্ঞা আমাতে বিরাজে জানি,
তোমায় ব্যতিত যাবে কোথা বলো জীবনের এই ধারা?
আমার কি আর শক্তি আছে তোমাকে ছাড়িতে প্রভু?
আমায় ছেড়ে থাকবে কোথা একা একা কোন লোকে?
আমারই ভেতরে দ্বিগুণিত হয়ে বাড়ছে যে ব্যাকুলতা,
আমাতে তোমাতে ফারাক কতো হিসেব করিনি তাই।
আমার সকল ভুল ও ভ্রান্তি ক্ষমা করে দাও প্রভু!
তুমিতো সবল, দাতার দাতা, দয়াময় শুধু জানি।
বিশ্বমালিক প্রভু!
দীনহীন বলে অবহেলা করে আড়াল করো না, কভু।


০২/০৭/২০১৫
মিরপুর, ঢাকা।