স্বপ্ন বোনার প্রয়োজনে     হাল দিয়ে যাই তোমার মনে,
            সিক্ত তুমি করলে না তা' প্রেমে;
বিফল হবে কৃষাণের শ্রম?      আশা করা সবই কি ভ্রম?
            দিবস শেষে আঁধার আসে নেমে।


রূপকিশোরী নিরস এমন!      এ ভুবনে আছে ক'জন?
            বিষন্নতায় ভাবছি একা বসে;
তুমিও কি আছো সুখে      দুঃখভরা মর্ত্যলোকে?
            ভাবছি বসে দিনের অবশেষে।


শক্ত তোমার বুকের জমিন      হাল চষে যাই রাত্রি ও দিন,
            সৃষ্টি হয় না বিশ্বাসেরই শিষ;
ভাবের জলের নিস্কাশনে      গভীর প্রেমের হরষণে
            সেচ দিয়ে যাই আমি অহর্নিশ।


অজানা এক ভয়ে ভয়ে      তোমার দিকে থাকি চেয়ে,
            স্বপন-কন্যা দুঃখ বোনে কেন?
আকাশ তোমার ঘন নীলে      উপুড় হয়ে থাকে বিলে,
            পারিজাতের সুখময়তা যেন।


কৃষাণ মনের ভালোবাসা      দুঃখহরা সকল আশা,
            ছড়িয়ে দিলাম রূপকথার অমিয়;      
যতন করে রেখো তুলে      ভরিয়ে দিও ফলে-ফুলে,
             বন্ধু ভেবে আপন করে নিও।    


২৯ জ্যৈষ্ঠ, ১৪২৪
১৩/০৬/২০১৭
মিরপুর, ঢাকা।