স্বপ্ন ছিলো আকাশ হবো ছড়িয়ে দেবো আলোকধারা,
তাইতো, আমার কাব্যকথায় কবি মন আজ বাঁধনহারা।
স্বপ্ন আমার রুক্ষভূমি ভিজিয়ে দিতে বৃষ্টি হবো,
বসন্ত ও গ্রীষ্ম-শীতে দেশকে ভালোবাসা দেবো।
প্রয়োজনে তাজা তাজা রক্তধারা বিলিয়ে দেবো,
জয়বাংলা শ্লোগান তুলে যুদ্ধজয়ে এগিয়ে যাবো।
স্বপ্ন আমার নদী হবো পাহাড় হবো সাগর হবো
ঘূর্ণিবায়ুর তোড়ের মতো বাতাস হয়ে কথা কবো।
স্বপ্ন আমার ভোরের পাখির মধুর সুরের কণ্ঠ হবো,
ঘুমকাতুরে আলস্যকে তীব্রস্বরে জাগিয়ে দেবো।
মেঘের সাথে কইতে কথা রাত বিরাতের জ্যোৎস্না হবো,
বিশাল মাঠের সোনার ফসল, মরুদ্যানের শোভা হবো।
খরস্রোতা পদ্মা নদীর জলের উপর সেতু হবো,
দুর্মুখোদের মুখে তীব্র ঘৃণার থুতু ছড়িয়ে দেবো।
মেট্রোরেলের খুঁটি হবো, কর্ণফুলীর টানেল হবো
এবং সফল রূপপুরের নিউক্লিয়ার চুল্লি হবো।
অবাক বিশ্ব তাকিয়ে রবে, বৈজয়ন্তী কণ্ঠে নেবো,
জোর গলাতে বিশ্বব্যাপী 'জয়বাংলা' স্লোগান দেবো।
স্বপ্ন আমার সাহস হবো বাঙালিদের ভীতু মনে,
যেমন করে হয়েছিলাম একাত্তরের রণাঙ্গনে।
তাইতো, হাঁটি দৃপ্তপদে; জীবন-স্বপ্ন ধরতে হবে,
বাঙালিরা সবই পারে বিশ্ববাসী তবেই ক'বে।


২৮/০৬/২০২২
মিরপুর ঢাকা।