স্বর্গ-বালিকা! মর্ত্যে এসেছো চকিতে মোহিত এই মন,
চন্দ্র যেমন চৈতালী রাতে জোছনা বিলায় অনুক্ষণ;
ভালোবাসা দিয়ে করে যাও ঋণী, সুখানন্দের দরিয়ায়
স্নান করে যাই প্রতিদিন আমি, বিরহে উদাসী উন্মন।


দীঘল রাতের পরিশেষে দেখি, তটিনী-কূলের নদীর জল
তোমার নামের তজবি জপছে- 'প্রিয়, প্রিয়' বলে অনর্গল;
জলের কণায় আনন্দময় অমৃত বাণীর প্রেমের সুর
বিমোহিত হয়ে গেয়ে উঠে গীত গুনগুনিয়ে যেন পরিমল।


চোখের দৃষ্টি ঝরায় বৃষ্টি তপ্ত নিদাঘ বৈশাখে,
বিরহ যাতনা প্রশমিত হয় তোমার করুণা দাও যাকে;
স্বর্গ-বালিকা! বকুল মালিকা মেঘের পাখায় ভাসালাম,
তোমার চরণে রাখিও স্মরণে ভালোবেসে এই মনটাকে।


২২/০১/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।