তোমাকে ছুঁয়ে দেবার অলৌকিক অনন্ত আকাঙ্ক্ষা
সাগরের ঢেউ হয়ে ছুটে আসে বেলাভূমি পানে।
আমি ভিজতে ভিজতে উড়ে যাই ফিনিক্সের পাখা
মেলে ঝাউয়ের বনে; মগ্ন রই অনুপম গানে।
নিচে জলরাশি নাচে; উপরে উদার নীলাকাশ
স্ফটিক চোখে তাকায়; আমি দেখি তোমার মূরতি-
অসীম রূপের ধারা, এই জীবনের সর্বনাশ!
তবুও, প্রার্থনা করি, একা ফেলে যেও না প্রিয়তি।


চলো, চলে যাই দূরে। সীমান্তের যেখানে মিলেছে
সবুজ বনের ছায়া; যেখানে মিলেছে নদী সব।
যেখানে আশ্চর্যভাবে স্তব্ধতায় থিতু হয়ে গেছে
ভারাক্রান্ত পৃথিবীর মৃত মানুষের কলরব।
সেখানে তোমাকে ছোঁব; হৃদয়ের ভালোবাসা দিয়ে
সর্বস্বান্ত হয়ে যাওয়া পৌরাণিক প্রেমিকের মতো।
তোমাকে ভাসাবো আমি কাব্যরসে, হে আজন্ম প্রিয়ে!
আজ তারি সাধনায় কর্মযজ্ঞ চলে অবিরত।


০৭/০৭/২০২২
মিরপুর, ঢাকা।