প্রিয়তি! তোমার জন্য ফোটায়েছি আজ কবিতার নীল ফুল।
          বাড়িয়ে তোমার কুমুদিনী হাত দু'টি,
          গ্রহণ করে তা' আমারে দাওগো ছুটি;
প্রেমের পীযুষ ভরা ধরণীতে তুমি অনন্য অতুল।
প্রিয়তি! নৈরাশ্য-ব্যথা হরণীয়া তুমি, গুলাবি নেশার মুকুল।
          তোমার জন্য ফোটায়েছি আমি হৃদয়ের নীল ফুল।


প্রিয়তি! ললিত রাগের অমিয় ঢালিয়া,
          প্রেমের অমল প্রদীপ জ্বালিয়া
হৃদয় জুরানো সোহাগ শিশিরে
সিক্ত করিলে, বিরহ-অনলে পোড়া এ মর্মমূল;
কোটি কোহিনুর তুচ্ছ ধরাতে, নহে সে রতন তোমারই সমতুল।
প্রিয়তি! তোমার চরণে অর্ঘ্য দিলাম আমার হৃদয় ফুল।


ইন্দ্রধনুর সাত রং নিয়ে আমার জীবন দিয়েছো রাঙিয়ে,
সমাহিত করো প্রেম-মন্দিরে; তোমার পিরিতি নহে অপ্রতুল।
          তাই, ধরণীর বুকে তোমার জন্য চিরকাল আমি রই মশগুল;
প্রিয়তি! তুমি যে আমার আজন্ম প্রেম হৃদয়ের মঞ্জুল;
         তোমার জন্য ফোটায়েছি আমি কবিতার নীল ফুল।


১০/০৬/২০১৮
মিরপুর, ঢাকা।