তোরা সব দেখে যারে, নয়ন খুলে।
মন যে আমার পড়ছে বাঁধা
        দুঃখবোধের নীল-অতলে॥


কথার উপর কথা দিয়ে,
সুরের সাথে যায় লতিয়ে,
নৃত্য-গীতের ঝড় উঠে যে
        নাচছে এ মন তালে তালে॥


নিশিরাইতে লক্ষ তারা
দেখে হই যে আত্মহারা,
চোখ ইশারায় ডাকে তারা-
আয়রে ছুটে পাগলপারা।


নদীর জলের কলস্বরে,
চপল হৃদয় সংগত ধরে,
ইচ্ছে করে লুটিয়ে পড়ি
        সাধকজনের চরণ তলে॥


৮ জ্যৈষ্ঠ, ১৪২৪
২২/০৭/২০১৭
মিরপুর, ঢাকা


(গীতিকবিতা)