আমার প্রেমের রূপের সাগর তুলনাহীন তুমি,
তুমি আমার সাধন ভজন আমার জন্মভূমি।
বুকের ভেতর রাখো আমায় মায়ের মমতায়,
তোমায়  মাগো ধরে রাখি প্রেমের চেতনায়;
আমার এ মন সারা জীবন তোমায় যাবে চুমি,
আমার প্রেমের রূপের সাগর তুলনাহীন তুমি।


তোমার সবুজ মাঠে যখন সোনালী ধান ঝরে,
কৃষক ভায়া গান গাহে যে প্রাণের মধুর স্বরে।
তোমায় যে জন করে মাগো একটু অবহেলা,
তার সাথে মা চলবে আমার মরণ যুদ্ধ খেলা;
রক্ত দিয়ে কেনা তুমি আমার পুণ্যভূমি,
তুমি আমার সাধন ভজন আমার জন্মভূমি।


২৭/০৮/২০১৭
মিরপুর, ঢাকা।