তুমি যদি মেঘ হও আকাশের, রামধনু হবো,
তোমার পরশে দৃশ্যমান থাকবো অনাদিকাল;
রাগে-অনুরাগে পরস্পরে মাখামাখি করে রবো,
সপ্ত রঙের মেলায় তুমি নীল, আর আমি লাল।


তুমি যদি নদী হও, নিরন্তর প্রবাহিত জল,
শান্ত সুস্থির ঘন শষ্পিত- আমি হবো তার তীর;
তোমার চরণ ছুঁয়ে ছুঁয়ে বয়ে যাবো অবিরল,
ঠিক ততোটাই শান্ত রবো , যতোটা তুমি অস্থির!


তুমি যদি পাখি হও, তবে, আমি হবো তার খাঁচা;
তোমায় বুকে ধারণ করে খুঁজে নেবো জীবনের
সার্থকতা- গহীন স্পর্শের অতুল প্রেমেতে বাঁচা;
তোমারই নামে কেটে যাবে হৃদয়ের কলুষতা।


২৪/০৩/২০১৮
মিরপুর, ঢাকা।