মুক্তচিন্তা, মুক্তবুদ্ধি, মুক্তসত্তা, চিত্তশুদ্ধি
আত্মশক্তি, আত্ম-আস্থা খুলবে তোমার রুদ্ধদ্বার।
স্বতঃস্ফুর্ত স্বউদ্যোগে কর্ম হলে প্রাণের ঝোঁকে,
শুভ্র-আত্মার জাগ্রততা ঊর্ধ্বমূখী, অবিকার।
ক্রোধানলে অগ্নিশর্মা হয় যদিবা বিশ্বকর্মা,
কটাক্ষতে ভস্মীভূত সকল শিল্প সমন্বয়;
মুক্তপ্রাণের পরাক্রমী মোক্ষপ্রাপ্ত হয় তখনই-
মুক্ত-যুক্তির শক্তি যদি চৈতন্যতে ত্বরণময়।
আত্মশক্তির সত্তা যখন বিশ্বজয়ী পরাক্রম,
লোভ-লালসার ধ্বংসস্তুপে অগ্নিশুদ্ধ, অবিভ্রম।


৩১/০১/২০১৮
মিরপুর ক্যাণ্টনমেণ্ট, ঢাকা