পর্দানসিন পোয়াতি নারীর দুর্বোধ্যতায়
বিচরণ করে কাব্য-লোকের ধূসর জমিনে
উত্তরাধুনিক কবিতা! তারা সদলবলে নীরবে
গেয়ে যায় গান প্রমদা রমণীর অত্যাধুনিক
বিয়ের আসরে সুরের লহরি- বিষাদবিঁধুর;
কবিতারা যেন নারী- রক্ষণশীল, সুনন্দা কূলবধু!
ফুলের বাসরে ক্রমশ সাজায় কষ্ট- লাল-হলদেটে।
ও কবিতা! উন্মোচন করো বসন তোমার;
নীল শরীরের অঙ্গে অঙ্গে ঢেলে দেবো প্রেম-
আর দেবো প্রমত্ত শৃঙ্গার- চিরবসন্তের চুম্বনের রাগ;
অরুণ-আলোতে জাগাবো অতুল রতির আরক।
আমি হবো উত্তরাধুনিক কবি, অমিয় কবিতার।


২০/০৪/২০১৮
মিরপুর, ঢাকা।