এই জগতে ভালো মানুষ তিনি;
সবার কাছে শুদ্ধাচারে শুদ্ধতম যিনি।
যেজনা এই লোভাতুর ভূধরে;
জাতি-ধর্ম নির্বিশেষে কল্যাণে কাজ করে।
পৃথিবীতে ভালো মানুষ তাঁরা;
অধার্মিক ও দুরাচারী হয় না কভূ যারা।
কথা-কাজে নিজে ভালো থাকে
এবং ভালো রাখেন তাঁদের প্রতিবেশীকে।
ভালো মানুষ নৈতিকতাময়;
পাড়া-প্রতিবেশীর তরে কল্যাণকর হয়।
ভালো মানুষ ন্যায়বান ও শুদ্ধ;
অন্যজনের প্রতি তাঁরা আান্তরিক, অক্রুদ্ধ।
বিশ্বলোকের এই জগতের সৃষ্টিকে,
ভালোবাসেন স্বতঃস্ফূর্তে মমতাময় দৃষ্টিতে।
ভালো মানুষ নিজেরও সুখ চায়;
অন্যজনের সুখের কথা ভাবেন সর্বদায়।
ভালো যারা চিন্তা-কর্মে শুদ্ধমনের হয়;
কথা এবং কর্মগুণে বিশ্ব করে জয়।
তাঁরা সবে দুরাচারহীন, হাস্যময় এবং সুললিত,  
চিন্তা-চেতন সহজবোধ্য আর পরিশীলিত।


১৫/০৮/২০২২
মিরপুর, ঢাকা।