মুচকিহাসির অন্তরালে কাষ্ঠহাসি নয়,
সত্যিকারের ভালোবাসা স্নিগ্ধতাময় হয়।
সম্পর্কের আলোড়নে শিহরিত হলে,
ভালোবাসার চরম প্রকাশ যাবে সবাই বলে!
আনন্দের হুল্লোরে কাঁপে সাগরের সৈকত,
ভালোবাসা গভীরতর  কপোতি-কপোত।
যাপিত জীবনের গ্লানি ভুলে গিয়ে সব,
কাচভাঙ্গা হাসির তোড়ে হয় যদি উৎসব।


ভালোবাসা নয়গো তা', ভালোবাসা নয়,
ভালোবাসা ধূপের মতো স্নিগ্ধ জগতময়।
পরস্পরে শ্রদ্ধাবোধের বিশ্বাস যদি আঁকি,
সহনশীল প্রেম প্রবাহিত সৌন্দর্যের রাখি।
প্রেম হলো যে ছন্দময়ী আনন্দেরই ধারা,
যায় যে ভেসে প্রেমজোয়ারে শুদ্ধপ্রেমিক যারা।


০৮/০১/২০১৮
আমিনবাজার, সাভার, ঢাকা।