ভোরের হাওয়া ঝিরিঝিরি ঝরে স্বর্গ-মর্ত্য ছেয়ে,
শুভ্রচেতনে নেমে আসে যেনো অপাপবিদ্ধ মেয়ে!
প্রকৃতির প্রেম আর সাথে নেই নির্মল এই বায়ু,
হাঁটাহাঁটি আর হালকা ব্যায়াম, এই জীবনের আয়ু।
সুস্থতা এসে বাড়াবে মননে আনন্দ রাশি রাশি,
প্রফুল্লতায় ঝলকিয়া উঠে চিত্তে জাগাবে হাসি।
লক্ষ টাকার থেকেও যে দামী ভোর-প্রভাতের হাওয়া,
আজ আমাদের চেতনে-মননে এইটুকু হোক চাওয়া।


সোনালী সকালে ভোরের বাতাসে বেড়িয়ে পড়লে হেসে,
সুস্থ-সবল থাকবে সকলে সবুজ বাংলাদেশে।
আসুন, আমরা প্রত্যেকদিন ভোরের হাওয়ায় ভাসি,
ভালোবাসা নিয়ে পরানের মাঝে দিল খুলে খুব হাসি।
সুস্থ-সবল নির্মল-প্রাণ সৃষ্টার সেরা দান,
আলস্যহীন উদ্দীপনায় রাখি তার সম্মান।


১৪/০২/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।