ভুল করে যদি ছুঁয়ে দাও তুমি-
তাবৎ পৃথিবী ভিজে যাবে
ঘন শিশিরের জলে। আমার কলম
নামাবে তখন শব্দের বর্ণিল বৃষ্টি,
জলের ধারায় সৃষ্টি হবে তোমার বাগানে
লাল গোলাপের ঝাড়। নক্ষত্রের অফুরন্ত
আলো ছড়িয়ে পড়বে দিগ্বিদিক;
বেহিসাবি উল্কার মতন আছড়ে পড়বো
নিরন্তর তোমার বুকের সবুজ জমিনে।
যেমন, দিগন্তেরেখায় সন্ধ্যারাগে
আকাশটি কুঁজো হয়ে ছুঁয়ে দেয়
নবীন পৃথিবীর মৃত্তিকার দেহ।


১৫/১০/২০১৭
মিরপুর, ঢাকা।