ভূত দেখেছিস, ভূত?
দেখিসনি তুই, ভূতের মায়ের পুত!
না দেখলে, তাদেরকে দেখ;
ভুলে গিয়ে ভয় ও আবেগ।
দিনে তারা ঘুমের ঘোরে খেলে যে কৃৎকুৎ;
তারাই হলো ভূতের মায়ের চালাক-চতুর পুত।
ভূত দেখেছিস, ভূত?


আগ বাড়িয়ে বাড়িস যদি একটু বেশি বেশি,
মটকে দেবে শক্ত ঘাড়ের রগ ও মাংসপেশী।
তাদের পাল্লায় পড়লে যে তোর থাকবে না সুরুত!
বাংলার পাঁচ করে দেবে, দেখাবে অদ্ভুত!
তারাই হলো ভূতের মায়ের সাহসী এক পুত।
ভূত দেখেছিস, ভূত?


তাদের সাথে লড়তে আসিস না,
তাদের দেখে মুচকি হাসিস না।
বকলে বেশি আজেবাজে,
থাবা দিয়ে ধরবে লেজে;
এক আছাড়ে দেখাবে তোর বাপদাদার যমদূত।
ভূত দেখেছিস, ভূত?
দেখিসনি তুই, ভূতের মায়ের পুত!
না দেখলে, তাদেরকে দেখ,
ভুলে গিয়ে ভয় ও আবেগ।


তারা অসুর-চেতন রাজনীতিবিদ-ব্যবসায়ীদের পুত!
ওরে, ভূত দেখবি, ভূত?


২৯/০৭/২০২২
মিরপুর,  ঢাকা।