হুইল চেয়ারে বসে দেখি- অশ্বারোহী মেঘ
টগবগিয়ে চলছে ভীষণ দুরন্ত আবেগ!
আমার এ মন প্রবল বাতাস মেঘের পেছন পেছন
নিরুদ্দেশে যাত্রা করে বাউলিয়ানা চেতন!
আকাশগাঙে সোনার বাদাম মন পবনের নায়
তুলে দিয়ে, বোরাক বেগে চলছি যে কোথায়!
ভূলোক ছেড়ে দ্যুলোক পানে উড়ছে আমার মন;
তোমার হাতের সোনার কাঁকন বাজছে কি ঝনঝন?


বাসন্তি রঙ গন্ধ ছড়ায় পারিজাতের বনে;
পাখিরা কি গান গেয়ে যায় প্রেমকাতুরা মনে?
যাচ্ছে উড়ে অশ্বারোহী, যাচ্ছি আমি দূরে,
তোমার নামের প্রেমগীতিকা বাজছে সুরে সুরে।
ফেরে না আর অশ্বারোহী, বাড়ায় না তার হাত,
হুইল চেয়ারে বসেই দেখি নিকষ কালো রাত।


১৮/১১/২০১৭
মিরপুর, ঢাকা।