মোহগুলো নাচে উথাল-পাথাল, ভোগের দাসেরা করে হাহাকার,
ধ্বংসের সুনামি- জলজ ঝড়ের ছোবলে ছোবলে গ্রাস করে নিতে চায়;
ডাকাতের মতো তারা লাফিয়ে দাপিয়ে ফিরে আসে জীবনে বারবার,
পাহাড় সমান মিথ্যা আর মানবতাহীন কূট-অধীর পাষণ্ডতায়।
মনুষত্ব ছাড়া যে সকল মানুষেরা বাহারি পোষাকে আতর মাখানো হয়ে
ভীষণ পিছল পথে দর্পভরে হেঁটে যায়, তারা হাবুডুবু খেয়ে মরে
বিভোর মাতাল অসীম অপার অন্ধকারে। তারা নির্দয় হৃদয়ে
সুখের কাঙাল হয়ে নিরন্তর যত অমূলক পথে ও প্রান্তরে ঘোরে।


'নাই, কিছু নাই'- বাসনা রাঙিয়ে চলে যায় দিশেহারা হয়ে
জীবনের শেষ ঠিকানায়- কবরের অন্ধকারে অথবা চিতায়!
কানায় কানায় ভরপুর অনটন, অপ্রেমের হাহাকার লয়ে,
মন্দ এবং ভুলে ঘেরা দিকভ্রান্তের মতো হেঁটে চলে ভোগের নেশায়।  
ঘন আঁধারে হারিয়ে যায় চিরতরে এ সকল মানুষের দল,
ওরে, মন! ও পথে যেয়ো না তুমি, ভালোবাসা করিও সম্বল।


০৫/০৪/২০১৮
মিরপুর, ঢাকা।