মনে পড়ে বায়ান্নর একুশের সেই দিন
        আমার ভাইয়ের রক্তে রাজপথ হয়েছিল রক্তিম।
প্রতিবাদে মুখর রাজপথ আর সব শিক্ষাঙ্গন
        ছাত্রসমাজ ছিনিয়ে আনলো মাতৃভাষার সম্মান।
রফিক,জব্বার,বরকত,সালাম আর শফিউর রহমান
        ভাষার জন্য করলেন যারা তাদের জীবন দান।
নাম না জানা আরো যারা শহীদ ভাই আছে
          পরম শ্রদ্ধায় পুষি তাদের আপন মনের মাঝে।


শ্রদ্ধাভরে করি স্মরণ সকল ভাষাশহীদদের
গর্বে মোদের বুক ভরে যায় আত্মত্যাগে তাদের।
তাদের জন্যই আজকের বাংলাভাষা,
সবই তাদের অবদান
তাদের প্রতি নিষ্ঠা যেন হয় না কভু ম্লান।


ভাষার জন্য এমন ত্যাগ ইতিহাসে বিরল
আমরাই এক বাঙালি জাতি করেছি যা সফল।
চেয়েছিল যারা কেড়ে নিতে মোদের মুখের বুলি
ভাষা শহীদগণ দেখিয়ে দিয়েছেন;বাঙালি মোরা
প্রতিবাদে কথা বলি।
প্রতিবছর ফুল দিয়ে মোরা করি তোমাদের স্মরণ
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ....
গানে মুখরিত সকল প্রাঙ্গণ।
শহীদগণের আত্মত্যাগ জানাতে হবে নতুন প্রজন্মকে
ভাষার প্রতি শ্রদ্ধা যেন জীবিত থাকে তাদের বুকে।
যুগ যুগ যেন এভাবেই  সন্মান জানতে পারি
সফল হোক,সার্থক হোক
        অমর একুশে ফেব্রুয়ারি।