আমার নীড়হারা ময়না ফিরেছে বহু পরে,
একদিন ছিল যে আমার মনের ঘরে।


মুক্ত ডানা ঝাপটে প্রভাতের জানান দিয়াছে যে মোরে,
পড়ন্ত বিকেলে ক্লান্ড আমি তৃপ্ত হইয়াছি তাহার তরে।


দিনলিপি মোর ছিল তাহার মুক্ত আকাশে,
অশান্ত হৃদয় শান্ত হইয়াছে তাহার হাসির বাতাসে।


ক্ষণকালের সেই ময়না ভুলে গিয়াছিল নীড়ের পথ,
ফিরে নাই সে, দীর্ঘ হইয়াছিল অপেক্ষার শপথ।


আজিকে সে রহিয়াছে মনের আঙিনায়,
তবু নাহি ধরা দেয় শূণ্য এ পিঞ্জিরায়।


মুক্ত ময়না সে মুক্ত রহিয়াছে,
আমারে অজানা বাঁধনে বাঁধিয়া রাখিয়াছে।
(অসমাপ্ত)