কি লিখেছি, বুঝতে পারছি না..............


হয়তো মানুষত্যের মাপকাঠিতে
সামাজিকতা নামের ধারালো নীতিমালায়
হাজারো বাক্য বর্ণায়নের নোংরা খেলায়
পারদর্শী কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত নই,
নিজের দূর্বলতা অকপটে স্বীকার করে
নিজেকে গুটিয়ে রেখে অকাজের ঢেকি হয়ে
এ লোকালয়ের কোন কুঠিরে নিরব রাত্রিযাপনে
নির্লিপ্ত উপস্থিতিতে তোমাদের মাঝে উপস্থিত হই,
কারো দৃষ্টিগোচর হতে অযাচিত হস্তক্ষেপে
কিংবা নির্লজ্জ পদার্পণে আঙিনার ধূলো মলিন
সাজমাখা চৌকস আভিজাত্য প্রকাশে ব্যতিব্যস্ত
গায়ে পড়া স্বভাবের বেয়ারা নই,
গায়ে অশিক্ষিতের লেবাস ধারণ করে
মূল্যহীন কাঠের পুতুলের মতো সংকীর্ণতায়
বিনিময়হীন মৌন অবস্থান দখল করে
প্রকৃতির বোবা স্বাক্ষীর সাথে সংগোপনে রই।