প্রকৃতিস্ত কৃত্রিম পুতুলের প্রেমে করছো হাবুডুবু
পলিশ করা চাকচিক্যের স্পর্শে হয়েছে ব্যকুল
সকাল-সন্ধ্যার ঘষামাঁজা অবয়বের বর্ধিত আবরণে
অন্ধ জ্যোতি কতক্ষণ রবে স্থায়ী ও বোকা মন।


দু:স্বপ্নের মতো শয়ন শেষে এক ঝটকা জলে
পরিশোধিত কুয়োজলের মতো হবে প্রক্রিয়াজাত
পুতুল প্রেমের হবে বেওয়ারিশ দাফনে সমাপ্তি
ক্ষণকালের মোহে তবে কেন উতলা ও বোকা মন।


অজস্র বেদনার ঘাম জলে পোড়া মাটির শ্রীতে
সজ্জিত প্রাসাদের বদ্ধ কুঠিরে অচেতন সময় ক্ষেপন
শুধুই মরুতে মরিচিকার মিথ্যে জলের দৃশ্যায়ন
ধুলিঝরে বিধ্বস্ততায় রবে কি আপন ও বোকা মন।


কৃত্রিম ফুলের রাঙিত মায়ায় যৌবনের শরাবি পদার্পণ
কল্পনা বিলাসের ধূয়াশায় আবৃত মাতাল বন্ধন
প্রভাতের আলোতে স্বপ্নের মতো হবে বিলীন
তবুও কেন বারংবার করছো পিছু ও বোকা মন।


আমার ফেসবুক পেইজ-
https://www.facebook.com/Kabita.01725