উচ্চারণে যতটা জোর দিয়ে চলে,
বাস্তবতাঁ অধিক জোরের উপর জীবন দুর্বিষহ করে তোলে।


মধ্যবিত্তের প্রথম ধাপের মধ্য-টা.
জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মধ্যখানে যন্ত্রণার পেরেকে সাঁটা।


শেষ ধাপের বিত্ত,
এ শ্রেণীতে কখনো কারো জীবনে মানে রাখতে হয় না সমর্থ।


ঘরমুখো পাখিরা কলতানে দু:খ সুখ যায় বলে আপন মনে,
মধ্যবিত্তদের ব্যক্ত হয় না কখনো মধ্যমার বৈকল্পিত অপমানে।


উচ্চরা তাঁকায় অবলীলায় আকাশ পানে,
মধ্যবিত্তের জ্যোতি আলো-আঁধারি বাঁকে আটকে থাকে যেখানে।


নিম্নরা সদাস্নান করে পাতালপুরী শীতল জলে,
ডুবে যাবার ভয়ে হারিয়ে যায় মধ্যবিত্ত সেখানে ভাবনার অতলে।


প্রাপ্তি শুধু মুত্যুকে আলিঙ্গন করে ফিরে আসা মৃত্যুঞ্জয়ী,
মধ্যবিত্তের মধ্যে নি:শ্বাস আটকে বেঁচে থাকা রোগী আজন্মই শয্যাশায়ী।