বিশাল এই সমুদ্র
কোন কূলকিনারা নেই
আমার ছোট নৌকা ভাসে তার মাঝে
ঢেউয়ে ঢেউয়ে বিপর্যস্ত হয় প্রতিমুহূর্তে ।


আমার ছোট নৌকা ভাসে সমুদ্রের মাঝখানে
সে নৌকায় আমিই শুধু একা
আর কেউ নেই সেই নৌকায়
বিশাল সমুদ্রে ছোট নৌকায় ডুবতে কে চায়?


সেই নৌকা নিয়েই আমি এসেছি বহুদূর
তোমরা কেউ সাথে আসনি
না , আমার কোন অভিমান নেই
একাই আমি সমুদ্র পাড়ি দিতে চাই।