প্রিয়তমা,
সেদিন সকাল বেলা
আমাদের প্রিয়ো সেই বাগানটির মধ্য দিয়ে হাটতে ছিলাম
অনেক দিন আসা হয়নি, দেখা হয়নি বাগানটি
সবকিছু কেমন যেন অগোছালো হয়ে আছে
শুকনো পাতা গুলো ঝড়ে পরছে, অনেক ঘাস জেগেছে
বাগানে একটিও ফুল নেই গাছ গুলো দাড়িয়ে আছে নীরব অভিমানে
রোজ সকালে যখন পানি ছিটিয়ে দিতে, গাছ গুলো নতুন প্রাণ পেত
বাতাসে পাতা মেলে ধরে আনন্দে ভাসত
কিন্তু আজ সব বিবর্ণ , অনেক দিন হয় তুমি এদের কাছে আসনা
যত্ন নাও না এদের, তরু লতার মাঝে আজ আর প্রাণ নেই
শুকনো হাড়ের মাঝে দাড়িয়ে আছে টিকে থাকার লড়াইয়ে
তোমাকে ভালবেসে, শুধু যেন না যায় হাড়িয়ে
কিন্তু কতদিন আর এভাবে টিকে থাকবে
ভেঙ্গে পরবে আর বলবে ‘বিদায় তরু’
আমি খুব অভিমানী
নিজের খেয়াল নিতে ভুলে গেছি সেই কবে
তবে কি আমিও হাড়িয়ে যাব গাছ গুলোর মত
হয়ত যাব, না বলবনা ওদের মত,
তুমি যেমন চলে গেছ নীরবে


আমিও যাব  তোমার থেকে অনেক দুরে
কিন্তু বলবনা ‘বিদায় তরু’