কেউ খায় পান্তা
কেউ খায় ভর্তা,
কেউ নাচে মঞ্চে
দল বেঁধে ঢঙে।


লাল সাদা শাড়িতে
বৈশাখী মেলাতে,
ছোট বড় পরি সব
নেমেছে ধরাতে।


ছেলে বুড়া এসেছে
বটের তলাতে,
আসর জমেছে
লালনের সুরেতে।


চল যাই মেলাতে
থাকতে বেলাতে,
কেউ নই আলাদা
সবাই বাঙ্গালি
রক্তের একতা।


(১৪/০৪/২০১৮)