এই সেই কৃষক; যে,
শুষ্ক জমি ঘাসে ভরা ভূমি
বলদ দিয়ে হাল চাষ করে
অতি যত্ন সহকারে
আবাদ করিয়াছে শস্য-রবি।
ফসলের গায়ে
কৃষকের ঘামের গন্ধ জড়াজড়ি।
একেকটি দানা যেন একেকটি সোনা
বিধাতা দিয়েছে তারে দু’হাত ভরি।


এই সেই কিষাণি; যে,
চৈত্রের প্রখর রোদে
উঠানেতে বসে
নাওয়া খাওয়া ছেড়ে
শেষ বলটুকু দিয়ে
ফসলের দানা আহরণ করে
যত্ন সহকারে রেখেছে গোলা ভরি।


এই সোনার বিনিময়ে
দাও তোমরা কিছু কাগুজে অর্থকড়ি।
তারপরও দেখাও তোমরাই বাহাদুরী।


এত কষ্টের ধন
নিয়ে যাও যখন
তোমরা মহাজন;
কৃষক কিষাণির বুক হাহাকার করে
দেখ না তোমরা তার দহন॥


(১২/১১/২০১৭)