কোকিল যখন ডেকেছিল তাহার আপন সুরে
বাংলা যখন সেজেছিল ফাগুনের এক ভোরে।
সবুজ পাতার খোঁপা জুড়ে ফোটলো যখন ফুল
তখনি ভাই ছুটে এলো পাক ঘাতকের দল।
ফুল পাখিকে বারণ করে, ফোটতে তাদের দেয়না
আপন গন্ধে আপন সুরে, বইতে তাদের দেয়না।
তা কি ভাই হয় বল, তা কি ভাই হয়?
পাখির ভাষায় ফুলের ভাষায় আপন কথা কয়।
তাই, আপন ভাষা মায়ের ভাষা, প্রাণের ভাষার সুখ পেতে
সহস্রাধিক মুক্তি পাগল দিয়েছিল বুক পেতে।
সালাম শফিক জব্বার রফিক আরো শত ফুলের নাম
কৃষ্ণচূড়ায় লিখেছিল রক্ত দিয়ে তাদের নাম।
কৃষ্ণচূড়া লাল যে আছে রক্ত লেগে আজও তারি
মায়ের ভাষা ভালোবেসে আজও ছুটে প্রভাত ফেরি
আমার ভাই'য়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি ও ভাই
আমি কি ভুলিতে পারি?
.
১৩.০২.২০১৮ | চট্টগ্রাম