তুমি যেটা ফুল ভাবো, আমি ভাবি ভুল
ভুলে গেছো তুমি যেই অস্তিত্ব
সেই অস্তিত্বের পিছুটানে আজও আমি সিক্ত।
তাই তোমার পছন্দে, আমার পছন্দ মিলাতে পারিনি আজও
যেমন মিলেনি আমি আর বর্তমান প্রজন্ম।
বয়স আমার উনিশ, একবিংশ শতাব্দীর ঊষালগ্নে
কিন্তু আমি তো এসেছি সেই প্রথমদিকেই, জিন রূপে
একজন থেকে আরেকজনে ধারণ করেছে আমায়।
অতঃপর সকল প্রজন্মের বৈশিষ্ট্য নিয়ে জন্ম হলাম মানুষ রূপে
বিংশ শতাব্দীর অন্তিমশয্যায়।
আমার মৃত্যু নেই, যেমন মৃত্যু নেই সর্গের রুহুকুলের
আবার হয়ে যাব জিন, দিনের পর দিন
অতঃপর পৃথিবীর সমাপ্তি!
আমাতেই শুরু আবার আমাতেই শেষ!