আমি তো দেখেনি এমন মৃত্যু
ক্ষরণে ক্ষরণে স্বদেশ গড়নে,
আপন সুধা দিল ঢালি,
ফুটাইতে সহস্র পুষ্পকলি।
নাচিয়া মরণ নৃত্য,
আমি তো দেখেনি এমন মৃত্যু।।
আমি তো দেখেনি এমন মৃত্যু
জীবনে মরণে নিহিল ভুবনে,
আঁধার ঘরে প্রদীপ জ্বালি,
প্রদীপ তলে পড়িলো ঢলি।
শান্তি খুঁজিয়া একটি চিত্ত
আমি দেখেনি এমন মৃত্যু।।
রচনাকাল : ৯/৫/২০১৫ইং
কসবা-ব্রাহ্মণবাড়িয়া।