নিভৃত প্রণয় (মৃত্যুকাব্য)
----------কবীর সরকার
★★★★★★★★★★★★★★★★
হ্যাঁ আমি ও যাইবো, হারাইবো
ভূতলে, জলে-স্থলে, পথে-পাতালে
বহু যুগ, বহু যুগ ধরিয়া
নিভৃত প্রণয় রচিবো।
হাসিবো, উন্মাদ নৃত্যে
ভূকম্পন তলিবো।।
হ্যাঁ তুলিবো, প্রেমময় উন্মত্ততায়
হেরিবে মোরে জলসানো
নিহারিকায়।
হ্যাঁ আমি ও যাইবো, হারাইবো
হয়তো হেরিবে মোরে, দূরে বহু দূরে
জলে বা স্থলে, পথে বা পাতালে।
এই চারুকায়া ঘুচিবো
অন্য রূপ হে রচিবো।
তোমায় ভালবাসিবো
শুধু তোমায় ভালবাসিবো।।
হ্যাঁ আমি ও যাইবো, হারাইবো
তোমার ধবল পায়ে
চুরাবালি হইয়া,
যুগ যুগ ধরিয়া চুম্বন করিবো।
যুগ যুগ ধরিয়া
তোমার কৃষ্ণ চুলে
গোলাপ হইয়া ফুটিবো।।
দক্ষিণা হাওয়ায় কর্ণ পাতিয়া
শুনবে মোর চঞ্চলতা
শুনবে নিভৃত প্রণয়ের উন্মত্ততা
হ্যাঁ শুনিবে, শুধুই শুনিবে
শুনিবে নিভৃত প্রণয়ের কথা।
হ্যাঁ আমি ও যাইবো, হারাইবো
ভূতলে, জলে-স্থলে, পথে-পাতালে
এই চারুকায়া ঘুচিবো
অন্য রূপ হে রচিবো।
রচনাকাল : 6/3/15ইং
কসবা-ব্রাহ্মণবাড়িয়া।