*ক্ষুধার্ত কবি*
. ....মুহম্মদ কবীর
********++++++ **********
সখী, তব প্রণয় ততটুকু গিয়ে ঠেকেছিল মোর
চিত্তকোণে
ঠিক মম হৃদ যতটুকু চেয়েছিনু।
অতঃপর,
অতঃপর প্রণয়ের ঊষা লগ্নে
আমি ছিলুম নীরব নিশ্চল
নিভৃত মমির তনু ছুঁয়ে খসেছিল রোদনাশ্রুর
লোনাজল
তখন তব সবুজাচলে মম রোদনাশ্রু মুছেছিনু,
তব দবদবে বস্ত্রহীন কোমলাঙ্গ
মম রন্ধ্রে রন্ধ্রে মিলেছিনু,
মম জানুতে জানু আটকে, বক্ষে তব বক্ষ ঠেসে
তব রক্তিমৌষ্ঠ মম রোদনৌষ্ঠে রেখেছিনু।
হয়তো বা মম বস্ত্রহীন সর্বাঙ্গে চুমু
লেপেছিনু।
সেই চুম্বনরস আজো আমার তনুতে মিসে আছে
মম ক্ষুধার্ত প্রাণে অমিয় সুধা ভরে দিয়েছিনু
জলসর্পিনীর মতো তব টারটারিক অম্লময়ী যৌবনা
অমিয় আমি ভক্ষণ করেছিলুম।
মম ক্ষুধার্ত,অতৃপ্ত হৃদ মমি তব অমিয় প্রণয়ে
করে ছিলে তৃপ্ত চির চঞ্চল,শান্ত চির শান্ত।
ক্ষুধার্ত কবিকে দিয়েছিলে অমিয় ধারার সন্ধান
হে মোর সখী চির রূপসি মনোহারিনী।
আমি জানি, জানি হে মোর সখি
তব যৌবন ক্ষণিকের জন্য নহে,
যুগ যুগ ধরে ক্ষুধার্ত কবির অন্য যোগাবে।
তব কোমল বক্ষ ঠাই দেবে, আপন সখা ভেবে,
ওগো মোর সুবাসিনী।