শূণ্য


তুমি বলেছিলে,"নীলিমা হবে
আমি হব নীল,
মেঘ বালিকার ছুটি হবে
ধোঁয়ে যাবে মলিন"।
কিন্তু কোথা,
গেল তোমার কথা!


তুমি বলেছিলে, "সুবাসিনী হবে
আমি হব সুবাস,
নীরবে নিভৃতে রবে
রবে বার মাস।
মোর ডায়েরিতে রবে
হয়ে সুবাসহীন চেপটা গোলাপ,
সতত তুমি বলে যাবে
ভালবাসার আলাপ"।
কিন্তু কোথা,
গেল তোমার কথা!


তুমি বলেছিলে, "সুকেশিনী হবে
আমি হব সুবর্ণ,
আমি নাকি নোবেল পাবো
শুধু তোমার জন্য"।
কিন্তু কোথা,
গেল তোমার কথা,
সেই নোবেল পাওয়া কবিতা!


তুমি জানো,
ডায়েরিটা চুরি গেছে
নোবেল টা রয়েছে রাজকোষে,
মেঘ বালিকা সতত ভাসে
আমার এই আকাশে।
কি পেলাম সখা, তোমায় ভালবেসে...?


১৩/০৭/১৬ইং


©বর্ণলীলার যেকোনো সদস্য।