হে মুজিব, তুমি সজীব
  তুমি ধবল নীহারিকার মতো
  তুমি উন্মাদ ঝর্ণাধারার মতো,
তুমি সাহসী বদ্বীপের সাহসী জীব
           হে মুজিব।।
    তুমি চঞ্চল, চির চঞ্চল
তুমি অগ্নিগিরি, তুমি স্ফুলিঙ্গ
তুমি বঙ্গ, বঙ্গের সবুজ অঙ্গ,
  তুমি ছুটন্ত, ফুটন্ত স্ফুলিঙ্গ
     তুমিই স্ফুলিঙ্গের দল
          তুমি চিরচঞ্চল।
তুমি তমসালয়ে জ্বালাও প্রদীপ
           হে মুজিব।।
তোমার চক্ষু ছুড়ে অগ্নিবাণ
     কন্ঠে শান্তির গান,
বক্ষ জুড়ে হাজার শপন
      বঙ্গ তাঁর প্রমাণ।
তোমার হস্ত ছুঁয়ে বঙ্গের নিশান
     অঙ্গে সবুজের ঘ্রাণ,
শিরায় বাজে রং সাজে বিদ্রোহী স্লোগান
         হে মুজিব, মুজিব তুমি.....
            বাংলাদেশের প্রাণ।
       তোমার ঐ অমিয় বাণী
শান্তিনিকেতন থেকে বয়ে আনি,
    দিয়ে এক নদী রক্তে দাম
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম