আমি কেবলি তুমি
..... . মুহম্মদ কবীর সরকার
উপবৃত্তাকার পথে ঘাড়বেকে সময়বাবু দৌড়াচ্ছে
আমি ও ছুটেছি তার পিছু, শপ্নচারী হয়ে। কত কাল ঘুমাইনি আমি, কত রাত
নিশাচর পাখির মতো বসে আছি,
দেবদারু গাছে
সারারাত পবন-পত্রের বিগ্রহ দেখেছি
ঐ আকাশের তারাগুলিকে কাঁদতে দেখেছি
কত কাল, ঘুমাইনি আমি কত রাত।
চোখের নিচে কালো দাগ পড়েছে
মাথায় ব্যামো চেপেছে।
আমি এখন কানে ও শুনি না
কত শত ঝিঝি পোকা কানের ভিতর ঝিঁক ঝিঁক করছে।
কত কাল ঘুমাইনি আমি, কত রাত
অবশেষে ক্ষান্ত হলাম,
যখন জানতে পাড়লাম
আমি, আমি নয়!!!
আমি কেবলি তুমি!
যখন জানতে পাড়লাম
আমি কেবলি এক বিস্তীর্ণ পৃথিবী।